পঞ্চগড়ের দেবীগঞ্জে রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় দেবীগঞ্জে পাবলিক ক্লাবের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় দেবীগঞ্জে পাবলিক ক্লাবের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ক্লাবের সভাপতি দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতির সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান,দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভপতি আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসনাৎ জ্জামান চৌধুরী জর্জ, সহ সভাপতি,৭ নং টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার, দেবীগন্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন, ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী ও মন্ত্রীর ছেলে সবুজ পাতা সফটওয়্যারের উদ্যোক্তা মোঃ কৌশিক নাহিয়ান নাবিদ।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানকে দেবীগঞ্জে পাবলিক ক্লাবের সদস্য নিযূক্ত করা হয়। তাঁদের হাতে সদস্য সনদ ও ক্রেস প্রদান করা হয়। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।