সারাদেশে ধর্ষণ এবং নারী ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটায় পল্লীসমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ অক্টোবর সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোন পাড়া পল্লী সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতাধীন পল্লীসমাজ আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অফিসার (সৈয়দপুর-কিশোরগঞ্জ) রতন ঋষি, পল্লীসমাজের নের্তৃবৃন্দ সহ প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারীর ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এবং সেটা দ্রুত কার্যকর করার দাবি জানান।