রিয়াদ হাসার চৌধুরী, সেতাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি>>
“অসহায়ের পাশে থাকব, নির্ভীক এগিয়ে চলব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন) বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ করেন।
সোমবার (১২ অক্টোম্বর) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্ত ছন্দা পাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.জুলফিকার হোসেনকে পিপিই ও এন ৯৫ মাস্ক প্রদান করা হয়।
অপরদিকে এ ছাড়াও জনসাধারণের মাঝে প্রায় ৫ শতাধীক মাস্ক তুলে দেন বন্ধু ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় বন্ধু ফাউন্ডেশন সংগঠক রিয়াদ হাসান চৌধুরী, মাইনুল হাসান মানু, বাবলু আহমেদ সাগর, রাজিউর রহমান, মাজারুল ইসলাম আরিফ হোসেন, সাজেদুর রহমান মিলন, আবু বক্কর সিদ্দিক, ফাহাদ হাসান চৌধুরী, আরিফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.জুলফিকার হোসেন ফাউন্ডেশনের সকলকে সুখে ও দুঃখে অসহায় মানুষের পাশে থেকে এ ধরণের জন সেবা মূলক উদ্যোগ গ্রহন করায় ধন্যবাদ জ্ঞাপন করে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।