বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বগুড়া আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবীতে মোকামতলায় বিক্ষোভ ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমএ মারুফ মন্ডল।
উক্ত বিক্ষোভ ও সমাবেশে বক্তব্যে রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সামছুদ্দোহা সৌরভ, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সানি, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রাফসান, আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা রাকিব হাসান, শিবগঞ্জ এমএইচ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনামুল হক আরমান, সহ-সভাপতি মেহেদী হাসান, দেউলী যুবলীগ নেতা জহুরুল, দেউলী ছাত্রলীগ নেতা মেহেদী হাসান। মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহিন, শাকিরুল, আবু তালহা, তানভির, ইব্রাহিম প্রমূখ।
বিক্ষোভ ও সমাবেশে সকল বক্তারা অনতিবিলম্বে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।