সেতাবগঞ্জের মতিজাপুর খানকায়ে আহমাদিয়া শরিফে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খানকায়ে আহমাদিয়া মতিজাপুর শাখা আয়োজিত। এ অনুষ্ঠানের আয়োজন করেন, দিনাজপুর শুইহাড়ী খানকায়ে আহমাদিয়া খানকা শরিফের মরহুম হুজুর আলহাজ্ব ইয়াকুব আলী সরদার (রহঃ) পীর সাহেবের খাদেম আলহাজ্ব রিয়াজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে মাওঃ মহসীন আলী, শাহ আলম, নুরুল হক, ইনছান আলী, সমিজুল ইসলাম, হবিবর রহমান, আনিছুর রহমান, হামিদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন, সাবেক সহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব মাওঃ আব্দুর রহিম সরকার।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব রিয়াজুল ইসলাম জানান, অপরদিকে আটগাঁও খানকায়ে আহমাদিয়া শাখার উদ্যোগে ৪০দিন ব্যাপী ৩০ তম ইসলামী মহা-সম্মেলন গত ২৫ জানুয়ারি শুরু হয়েছে এবং আগামী ৫মার্চ শেষ হবে। সেতাবগঞ্জ ও বোচাগঞ্জ শাখার সকল আশেকানদের মহা-সম্মেলন অংশগ্রহন করার আহবান জানান তিনি।