নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বোড়াগাড়ী বাজার এলাকার নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এর উদ্বোধন ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রæয়ারী) বিকালে বোড়াগাড়ী হাটে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম)। বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুনের পৃষ্টপোষকতায় ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, বোড়াগাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি মনছুর আলী, বোড়াগাড়ী বাজার বনিক সমিতির যুগ্ন আহবায়ক এসএম হাসান, বিশিস্ট ব্যবসায়ী সাইদার রহমান প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিনচড়া চেয়ারম্যান আজিজুল হক, পাঙ্গা মটুকপুর চেয়ারম্যান এমদাদুল ইসলাম এন্দা, বামুনিয়া চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, বোড়াগাড়ী বিট পুলিশিং এর দায়ীত্ব প্রাপ্ত অফিসার সুমন চন্দ্র রায়সহ গণ্যমাণ্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বোড়াগাড়ী বাজারের নৈশ্য প্রহরীদের মাঝে পোশাক, বাঁশি ও টর্চলাইটসহ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ২ শতাধিক কম্বল বিতরন করেন অতিথিগণ। আয়োজনে বোড়াগাড়ী বাজার কমিটির ও ডোমার থানা বিট নং-৭ ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ।