সূত্রে জানা যায়, বে-সরকারী এনজিও সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা প্রসপারিটি প্রকল্পের মাধ্যমে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে খানা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত টেকসই ভাবে দারিদ্র বিমোচন ও সরকারী বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্নয়মূলক সেবাদানে স্থায়ী প্লাটফরম তৈরি করা। অবহিতকরন সভায় পরিবার উন্নয়ন সংস্থার সমন্বয়কারী প্রোগাম শংকর চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: শামীম মিঞা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রসপারিটি প্রকল্প উপজেলা সমন্বয়কারী মোঃ ফারুক, প্রসপারিটি প্রকল্প উইউনিটি মোবিনাইজেসন অফিসার স্বপন কুমার বার, মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগীসহ পরিবার উন্নয়ন সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও মনপুরা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।