শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের কলেজ রোডের নিজ বাসায় ফাঁসিতে ঝুলে মাজহারুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। নিহত মাজহারুল ইসলাম (১৫) ঝিনাইগাতী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছামিউল হকের একমাত্র ছেলে ও স্থানীয় উত্তরণ পাবলিক স্কুলের ৯ ম শ্রেণীর ছাত্র।
১০ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে সে নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। এদিকে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম। স্থানীয় ভাবে জানা যায় স্কুল ছাত্র মাজহারুল ইসলাম (১৫) দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগিতেছিল।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান ঘটনার সততা নিশ্চিত করেন।