এখন থেকে জনগনকে আর থানায় পুলিশের যেতে হবেনা, পুলিশই যাবে জনগনের দোড়গোড়ায় সেবা দিতে।শনিবার বেলা ৫ ঘটিকায় রংপুরের পীরগঞ্জের শানের হাট ইউনিয়ন পরিষদ মাঠে “মা জাহানারা আহম্মেদ ফাউন্ডেশন” পৃষ্ঠপেশকতায় শানেরহাট সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল স্পোটিং ক্লাব আয়োজিত “মাদক প্রতিরোধে তারুণ্যেও জাগরন” এবং বয়স্ক বিধাব মা-বোন, দুস্থ্যদেও মাঝে শীতবস্ত্র (কম্বল) ও মাক্স বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে এ কথা বলেন-বাংলাদেশ পুলিশের আইকন ও রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
তিনি আরও বলেন-পুলিশি সেবা যাতে জনসাধারন নিজ বাড়ীতে ও নিজ ইউনিয়নে বসেই সেবা নিতে পারে সেজন্যই প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং সেবার কার্যক্রম চালু করা হয়েছে। এসপি আরও বলেন-মাদকের ব্যাপারে কাউকে কোন ছাড় দেয়া হবে না, পীরগঞ্জকে মাদকে জিরো টলারেন্সে আনতে গিয়ে যদি পুলিশকে কঠোর অবস্থানে যেতে হয়, পুলিশ তাই যাবে এ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের কোন নেতার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও ছাড় দেয়া হবেনা।
সমাবেশে “মা জাহানারা আহম্মেদ ফাউন্ডেশন” পরিবারের সদস্য ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে উদ্ধোধক হিসেবে পীরগঞ্জ আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম, বিশেষ অতিথি হিসেবে এএসপি (সেবা) ডি-সার্কেল কামরুজ্জান, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র, তরুন শিল্প উদ্দেক্তা সিরাজুল ইসলাম সিরাজ, শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ও শানের হাট “ সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল স্পোটিং ক্লাবের সভাপতি নুর-আলম মন্ডল প্রমুখ বক্তব্যে রাখেন। সভাশেষে “মা জাহানারা আহম্মেদ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে দুস্থ্য ও অসহায় শীতার্থ নারী- পুরুষের মাঝে ২ শত কম্বল বিতরন করা হয়।