ঠাকুরগাঁও এর হরিপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে পল্লীসমাজ নেতাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির নীলফামারী জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক মি. মাইকেল বাস্কে ও ঠাকুরগাঁও জেলার জেলা ব্যবস্থাপক বেগম সুফিয়া। প্রশিক্ষণে সার্বিকভাবে সহযোগিতা করেন এফও(সিইপি) গৌতম চন্দ্র সিংহ।
প্রশিক্ষণে পল্লী সমাজের সদস্যরা ‘বাল্যবিয়েকে এবং নারী ও শিশু নির্যাতনকে না বলে শপথ নেন। উল্লেখ যে, প্রশিক্ষনের শুরুতে সদস্যদের করোনা সচেতনতায় গণনাটক “মানিয়া চলি” প্রদর্শন করানো হয় এবং শেষে বিভিন্ন হট লাইন সম্বলিত স্টিকার সকলের হাতে হাতে বিতরণ করেন এফও(সিইপি) গৌতম চন্দ্র সিংহ।