ঠাকুরগাঁও এর পীরগঞ্জে গতকাল মঙ্গলবার মোড়লপাড়া গ্রামে ১১ নং মোড়লপাড়া পল্লী সমাজের উদ্যোগে দিনব্যপি খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় গ্রামের সকল বয়সের নারী ও কিশোর-কিশোরীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে।
দিনব্যপি বিভিন্ন ইভেন্টে খেলা শেষে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে পল্লী সমাজের সভাপ্রধান মোছা: নাসিমা খাতুনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাবরহাট ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছা: রেহেনা বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক বেগম সুফিয়া, এফও(সিইপি) গৌতম চন্দ্র সিংহ, বিশিষ্ট সমাজ সেবক আলমগীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে পল্লী সমাজের সদস্যরা ‘বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতনকে না বলে শপথ বাক্য পাঠ করেন।