সাতক্ষীরার দেবহাটায় প্রধানমন্ত্রীর উপহার পেল একশ প্রতিবন্ধী । বুধবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়ের মাধ্যমে দেবহাটা ফুটবল মাঠে পাঁচটি ইউনিয়নের একশত প্রতিবন্ধীর প্রত্যেককে দশ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবন, দুই কেজি চিড়া, এক লিটার ভোজ্য তেল, এক কেজি চিনি এবং আধা কেজি করে নুডুলস বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহকারী কমিশনার ভুমি এসএম তারেক সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।