নীলফামারীর ডোমারে সারাদেশে ধর্ষণ এবং সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলষ্টেশন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির আওতাধীন পল্লীসমাজ ও মির্জাগঞ্জ রেলস্টেশন বাজার সমিতির যৌথ আয়োজনে এ মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির ফিল্ড অফিসার (ডোমার-ডিমলা) আছাদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বেবী আক্তার, রিংকু রানী, গ্রাম আদালত সহকারী আফরোজা আক্তার জার্নি, মির্জাগঞ্জ রেলস্টেশন বাজার সমিতির রেজাউল করিম, ডাঃ ওয়ারেছ আলী মুক্তা প্রমুখ।
বক্তগণ দেশে আইন সংশোধন করে ধর্ষণ বিরোধী আলাদা ট্রাইবুনাল গঠন করে ধর্ষনকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানান। নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।