হে মহান নেতা, তুমি জাতির পিতা ,
বিজয়ের এই মহান দিনে সাড়া দাও আরেকটি বার
বেঁচে ওঠো দুর্বার প্রানাবেগে বাংলার স্মরণে।
জেগে ওঠো প্রতিটি বাঙ্গালীর জীবন স্পন্দনে।
জেগে ওঠো পদ্মা মেঘনার কলকলতানে
জেগে ওঠো সহস্র মানবতার বন্ধনে।
স্মৃতির বিস্মৃতি ঘেটে তোমাকে খুঁজছে বঞ্চিত সর্বহারা
হে মহান নেতা জাতির পিতা সাড়া দাও, দাও সাড়া।
আরেকটি বার বাজুক তোমার শোনিত বজ্র কন্ঠধ্বনি
কোটি কন্ঠে আবার বেজে উঠুক,
সেই উদাত্ত গম্ভীর বানী
ক্ষুদ্র তুচ্ছ ভেদাভেদ কর নিঃশেষ, জাতিধর্ম নির্বিশেষে
সংশয়ের মেঘ ভেদ করে উদিত হোক সূর্য
বাংলার আকাশে।
নব আনন্দের উতরোল উচ্ছ্বাসে।
জানি তুমি আর জাগবে না,বাংলার মানুষকে
বরণ করবে না বন্ধু বলে ।
বিশ্বাসঘাতকেরা পাঠিয়ে দিয়েছে তোমায় ঘুমের কোলে।
কি করে ফিরবে তুমি কুহেলিকা উদঘাটন করে।
তবুও চিরকাল স্মরণ করবে তোমায় বাঙ্গালী
যাদের মুক্তির লাগি
মুক্ত করেছ সোনার বাংলা হে মহান ত্যাগী।
জীবন উৎসর্গ করে গেয়েছিলে তুমি বাংলার জয়গান
জাতি কখনও ভুলবেনা তোমার এই মহান দান।
তোমার মুক্ত কন্ঠের দৃপ্ত ডাকে,
বুকের রক্ত ঢেলে দিয়েছিল
লাখো লাখো তাজা প্রাণ।
অঞ্জলি পেতে করেছে গ্রহণ,রাখিবে তোমার সন্মান ।
জাতির জীবনে তোমরা চির উন্নত সুমহান।
তোমরা এনেছো সঞ্জীবনী প্রাণ, দুর্গমেরে করেছো জয়।
অবশেষে ১৬ই ডিসেম্বর, নতুন ভোরে এলো বিজয় ।
হে মহান নেতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ও তোমার অনুগামী লাখো বীর মুক্তিযোদ্ধা ।
আজ এই মহান বিজয় দিবসে
তোমাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ।।