পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের হাতে উন্নয়নের জন্য টাকার কোনো অভাব নেই। তাই জনকল্যাণমুখী বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরিবের বন্ধু। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শনিবার সকাল ১১ ঘটিকায় সুধী সমাবেশ সুনামগঞ্জের যাত্রাকালে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নবনির্মিত গোল চত্বরে ছাতক উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে আযোজিত পথ সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও যুবলীগ নেতা কাওসার আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় এম এ মান্নান এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আ’লীগ নেতা শামীম আহমদ,শাহিন আহমদ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা উপজেলার কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া,উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন, ফজয়জুল ইসলাম ফজল,বিধান দে,শিক্ষক পংকজ দত্ত, মাস্টার রেজ্জাদ আহমদ শ্রমিক নেতা আফতাব উদ্দীন, জমসিদ আলী,আজির উদ্দীন প্রমুখ।
মন্ত্রী এম এ মান্নান বলেন, সরকার হাওর এলাকার মানুষের বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি প্রকল্প নিয়েছে। গৃহহীনদের জন্য আরও গৃহনির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। এ দেশে কেউ গৃহহীন থাকবে না। চার হাজার কোটি টাকা দিয়ে সুনামগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হচ্ছে।
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবারের উদ্যোগ নিয়েছে সরকার।’ প্রতিহিংসার রাজনীতি প্রত্যাখান করার আহবান জানিয়ে মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু একটি মহল এসব ব্যাঘাতে তৎপর রয়েছে, এ জন্য জনগণকে সজাগ থাকতে হবে।সভার শেষে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে নবনির্মিত চত্বর কে” বীর মুক্তিযোদ্ধা চত্বর”ঘোষনা করা হয়।