আল্লাহ পাক খুশি হন বান্দা তাঁরে ডাকলে,
কামার বেটা খুশি হয় সহজে লোহা বাঁকলে।
নবী -রসুল খুশি হন উম্মত সুন্নাত মানলে,
ছেলে মেয়ে খুশি হয় বাবা খাবার আনলে।
বাদুড় বড় খুশি হয় গাছে ফল পাকলে,
স্ত্রী বড় খুশি হয় স্বামীর টাকা থাকলে।
রাধুনি বড় খুশি হয় রান্না ভালো বললে,
ড্রাইভার বড় খুশি হয় গাড়ি ইজি চললে।
শিয়াল বড় খুশি হয় আখবাগান পাইলে,
শ্রোতা বড় খুশি হয় গায়ক ভাল গাইলে।
রাজা বড় খুশি হয় প্রজাসুখে থাকলে,
পিতা -মাতা খুশি হয় সন্তান তাদের ডাকলে।
হাতি বড় খুশি হয় কলা গাছ পাইলে,
বিক্রেতা বড় খুশি হয় ক্রেতা মাল চাইলে।
দাদা বড় খুশি হয় দাদি পান বাটলে,
চাষি বড় খুশি হয় গরু জোরে হাঁটলে।
মালী বড় খুশি হয় বাগানে ফুল ফুটলে,
জামাই বড় খুশি হয় শ্বাশুড়ি চাল কুটলে।
কবুতর বড় খুশি হয় চাষি গম বুনলে,
শিক্ষক বড় খুশি হয় শিক্ষার্থী কথা শুনলে।
পেটুক বড় খুশি হয় বেশি খাবার জুটলে,
গেরস্ত বড় খুশি হয় নতুন ধান উঠলে।
বিচারক বড় খুশি হয় তাঁর বিচার মানলে,
শিক্ষার্থী বড় খুশি হয় বেশি বেশি জানলে।
নেতা বড় খুশি হয় লোকে তারে চিনলে,
দোকানী বড় খুশি হয় ক্রেতা মাল কিনলে।
চাতক পাখি খুশি হয় বর্ষার আগমন ঘটলে,
প্রশাসন বড় খুশি হয় অন্যায় পিছু হটলে।
ময়ূর বড় খুশি হয় ময়ূরী নিজে নাচলে,
প্রেমিক বড় খুশি হয় প্রেমিকা মুচকি হাসলে।
ছাগল বড় খুশি হয় কাঁঠালের পাতা মিললে,
মা বড় খুশি হয় শিশু ঔষধ গিললে।
ইমাম বড় খুশি হয় মোক্তাদীর সংখ্যা বাড়লে,
গৃহিণী বড় খুশি হয় মুরগী ডিম পাড়লে।