রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে থেকে ২৫শে নভেম্বর বুধবার সকাল সাড়ে ছয়টায় জয়পুরহাট জেলার উদ্দেশ্যে ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা শুরু করেছেন রাজশাহী কলেজের রোভার স্কাউট গ্রুপের ৪জন সদস্যরা।
বাংলাদেশ স্কাউটের রাজশাহী জেলার রোভারের অন্তর্গত রাজশাহী কলেজের রোভার স্কাউট গ্রুপ ২৫শে নভেম্বর থেকে ২৯ শে নভেম্বর পর্যন্ত এই ৪দিন পাঁয়ে ১৫০ কিলোমিটার পরিভ্রমন করবেন। “পরিভ্রমন ব্যাজ’ অর্জনের লক্ষ্যে- ‘গাছ লাগান পরিবেশ বাঁচান, কোভিড মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলি, মাদককে না বলি, দূর্নীতিকে না বলি- এসব শ্লোগান প্রচারের লক্ষ্য নিয়ে এই পদযাত্রা শুরু করেন। পদযাত্রাকারী রোভাররা হলেন-রাজশাহী কলেজ শিক্ষার্থী ও রোভার স্কাউট দলের সদস্য মো. মোস্তাকিন রহমান, মো.আব্দুল হাদি শেখ, মো. রানা হামিদ ও মো. শাহিনুর আলম।
শেষ দিন রবিবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা এসে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. মোবারক হোসেন পারভেজকে তাদের কর্মসূচি অবহিত করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মিনহাজুল ইসলাম, কালাই থানা অফিসার ইনচার্জ মো. সেলিম মালিক, উপজেলা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে তারা উপজেলার সরকারি, বেসরকারি, দর্শনীয় স্থান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সাক্ষাৎ এবং মতবিনিময় করে জয়পুরহাটের উদ্দেশ্যে যাত্রা করেন ।