বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলা শাখার ত্রি- বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা স্কাউটস এর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম, উপজেলা স্কাউট এর কমিশনার মোঃ ফজলুল করিম, বাংলাদেশ স্কাউটস দেবীগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ বাচ্চু মিয়া, পঞ্চগড় জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ মফিজুল ইসলাম। অন্যানের মধ্যে জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ দ্বীপক সরকার, মির্জাপুর মাওলানা আজিম উদ্দীন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আঃ মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ তৈমুর রহমান, আলোয়াখোয়া তফসিলি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সমঝোতার মাধ্যমে কমিশনার পদে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুশ, সম্পাদক হিসেবে পুনরায় দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, যুগ্ন সম্পাদক হিসেবে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ তৈমুর রহমান, কোষাধ্যক্ষ পদে সহকারী শিক্ষক মোঃ হাসান আলী নির্বাচিত হন।