আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সারা বাংলা ৮৮ গ্রুপের উদ্দোগে পৌরসভার মাথাভাঙ্গায় অবস্থিত অভিনন্দন সমাজকল্যাণ সংস্থার হলরুমে এসব দুস্থ মানুষের মাঝে কম্বল, জুতা, টুপি, মোজা, মাস্ক ও হাত মোজা তুলে দেন সারা বাংলা ৮৮ গ্রুপের মডারেটর ও পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের রিসোর্স ডেভেল্পমেন্ট এন্ড কমিউনিকেশন ম্যানেজার মাহাতাব লিটন, সেতাবগঞ্জের মাহেরপুর কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম সাগর, দিনাজপুর নিটল টাটা ইন্সুরেন্স ম্যানেজার শামীম কবির, নবাবগঞ্জ মোগড়পাড়া ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক ওবায়দুল হাকিম কাঞ্চন, জলঢাকা অভিনন্দন সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কাঞ্চন রায় ও মনিটরিং অফিসার মিলন সরকার।
এসময় সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সারা বাংলা ৮৮ গ্রুপের উদ্দোগে অভিনন্দন সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় উপজেলার ৬০ বছরের উর্দ্ধে শতাধিক বৃদ্ধ ও বৃদ্ধার মাঝে এসব শীত উপহার সামগ্রী বিতরণ করা হয়।