চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে মহিলা আওয়ামীলীগের আয়োজনে রুদ্রগাঁও গ্রামে এ্যাডভোকেট আবুল কালামের বাড়িতে ২৪ ই নভেম্বর মঙ্গলবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পৌর ৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কুলছুমা বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ফরিদগঞ্জ পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সম্ভাব্য মেয়র প্রার্থী আজমুর বেগম।
তিনি বলেন আমি আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনোয়ন দিলে আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হলে প্রত্যেক ওয়ার্ড মেডিকেল ক্যাম্প গঠন করবো, পৌরসভাকে সন্ত্রাস,ইয়াবা ও দালাল মুক্ত করবো, আমার কাছে আপনাদের দরজা সব সময় খোলা থাকবে। আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থনের জন্য এসেছি আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশ অনেক উন্নয়ন হয়েছে, উন্নয়নের স্বার্থে আপনার নৌকা মার্কায় ভোট দিবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পৌর যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাহিমা আক্তার, পৌর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তার, উপজেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গীতা রানী, আওয়ামীলীগ নেতা বাবুল পাটোওয়ারী আলোচনা সভায় আরো উপস্হিত ছিলেন ওয়ার্ড, মহিলা আওয়ামীলীগের সদস্য সুলতানা ইয়াছমিন, নেপুর আক্তার, হাছিনা আক্তার, ফিরোজা বেগম, শামছুন্নাহার, ফাতেমা ইসলাম, কুলছুমা বেগমসহ অন্যন্য নেতৃবৃন্দ।