বিশ্ব মহামারি ও প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে এবং করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত থেকে সাবধান হতে জয়পুরহাটের কালাই উপজেলায় বিনামূল্যে প্রায় ২হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এই করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মাস্ক বিতরণে ব্যতিক্রমি কর্মসূচি পালন করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্বর এবং উপজেলা ভূমি অফিসের সামনে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. মোবারক হোসেন পারভেজ উপস্থিত থেকে জনপ্রতি একটি করে মাস্ক বিতরণ করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো.মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরসভার আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মিনহাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইমতিয়াজ জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো.মনোয়ারুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ ইতিয়ারা পারভীন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. আল-আমিন, কালাই উপজেলা নির্বাচন অফিসার মো.আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম. শওকত হাবিব তালুকদার লজিক, উপজেলা বীরমুক্তিযোদ্ধা মো.রেজাউল ইসলাম, উপজেলার হাতিয় কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো.সাইফুল ইসলামসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণের শেষে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. মোবারক হোসেন পারভেজ বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ২হাজার মাস্ক বিতরণ করেছি, পর্যায়ক্রমে আরও প্রায় ৫হাজার মাস্ক বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস দেশব্যাপী দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে। এই শীত মৌসুমে ব্যাপকভাবে সংক্রমণের আশঙ্কা রয়েছে। এই করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক পড়তে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সেই সঙ্গে ভালোভাবে সাবান দিয়ে হাত–-মুখ ধুতে হবে।