মোহনা টেলিভিশনের ১১তম বর্ষে পদার্পন উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা সম্মেলন কক্ষে মোহনা টেলিভিশনের দর্শক ফোরাম ঠাকুরগাঁও এর আয়োজনে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর, জেলা প্রেসক্লাব এর সা: সম্পাদক ও সাপ্তাহিক বাংলার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাস প্রমুখ।
এসময় যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, খোলাকাগজ প্রতিনিধি হাসান বাপ্পী, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য এন্টুনি ডেভিড নীল সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।