করোনাত্তর ও মানবিক বিশ্ব চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জার্নালিস্ট সোসাইটি হিউম্যান রাইটস ও আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের আয়োজনে ইকোনমিক রির্পোর্টাস ফোরাম মিলনায়তনে নীলফামারীর দুই কৃতি সন্তানকে শেরেবাংলা একে ফজলুল হক ও মাদার তেরেসা সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা পেয়েছেন নীলফামারী জেলা তাঁতীলীগের সংগ্রামী সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব দেওয়ান সেলিম আহমেদ ও নীলফামারী জেলা ট্রাক ও ট্যাংলরীর সভাপতি আ,খ,ম গোলাম রহমান ডালু। র্জানালিস্ট সোসাইটি হিউম্যান রাইটসের চেয়ারম্যান এডভোকেট মোঃ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিদ্যালয়ের সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর মোঃ কামাল উদ্দিন আহমেদ।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আই এন বি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহমেদ। বক্তব্য রাখেন শাহ আলম চুন্ন চেয়ারম্যান আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন.মোঃ আতাউল্লাহ খান সভাপতি ভোক্তা অধিকার আন্দোলন,মির্জা শরিফুল আলম সাবেক উপকরকমিশনার ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব,কবী আইরিন খান লেখক ও আওয়ামীলীগ নেত্রী দেওয়ান সেলিম আহমেদ সভাপতি জেলা তাঁতীলীগ নীলফামারী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এইচ আরমান চোধুরী মহাসচিব জার্নালিস্ট সোসাইটি হিউম্যান রাইটস।