লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন অবনামনার ছুতোয় আবু ইউনুস শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর আগুনে পোড়ানোর ঘটনার প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি তাকে গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, আবুল হোসেন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। গোপন খবর আসে, আবুল কুড়িল বিশ্বরোড এলাকায় কয়েকদিন অবস্থান করবেন। পরে পুলিশের মিরপুর বিভাগের একটি টিম কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়। ভোরে বাস থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় নামার পর ডিবি পুলিশের ওই টিম তাকে গ্রেফতার করে।
এ ব্যপারে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, আবুল হোসেন লালমনিরহাটে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আনা হলেই তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে জুয়েলকে পিটিয়ে হত্যার পর গায়ে পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এ ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজাহারনামীয় ১১৪