বগুড়ার শিবগঞ্জ উপজেলার দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়ে জাতীয় চার নেতা স্মরণে জেল হত্যা দিবস পালিত হয়েছে। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উক্ত জেল হত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।
মঙ্গলবার দুপুরে আটমূল ইউনিয়নের দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পালন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটমূল ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, প্রধান শিক্ষক মুনছুর রহমান, দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোমিনুল ইসলাম লিটন চৌধুরী, ইউপি সদস্য আল-এমরান খন্দকার, জাহিদুল ইসলাম, আব্দুল ওয়াদুদ দুদু খন্দকার, আবু জাফর, সাবেক শিক্ষা কর্মকর্তা আঃ গাফ্ফার, ওহেদুল ইসলাম, সামছুল হক প্রমুখ।