সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ উপজেলার কাকিনা মিলন বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক ও তার টিমসহ আনসার সদস্য নিয়ে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলা ইউএনও রবিউল হাসানের কাছে গোপন সংবাদে বড় একটি মাদক পাচারের খবর আসে। খবর পেয়েই তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে দ্রুত অভিযান পরিচালনা করেন।
অভিযানে মৌলত হোসেন (৫০) নামে একজনকে গাঁজা বহনের অপরাধে ৫ শত টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর ৩ জনের কাছে ৯৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ব্যাপারে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় তিনজনের পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, আটক চার ব্যক্তিকে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠান হবে।