নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধি বাংরাদেশ-এ শ্লোগানকে ধারণ করে লালমনিরহাটের পাটগ্রামে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (নিঃ), ইনচার্জ মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে, দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক তোজাম্মেল হক, আওয়ামী লীগের দহগ্রাম ইউনিয়নের সভাপতি শাফিউল আলম বাবলু, আওয়ামী লীগের দহগ্রাম ইউনিয়নের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের দহগ্রাম ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক মাহাবুল আলম প্রমূখ।
বক্তারা নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধ কল্পে সচেতনতামূলক আলোচনা করেন। এ সমাবেশে ৫শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করে।