“নিরাপদ সমাজ গড়ি – নারী নির্যাতন বন্ধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নীলফামারীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ অক্টোবর শনিবার সকাল ১১ টায় সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ১৬নং বিটে নীলফামারী সদর থানার আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির সহযোগীতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে চড়াইখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বসুনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্ষণ এবং নারী ও শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধে মূল্যবান বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ডিবি), হারুন অর রশিদ। এছাড়া আরও বক্তব্য রাখেন বিট পুলিশ অফিসার আব্দুল জলীল মিয়া, এসআই মনির হোসেন জীবন, পল্লীসমাজের সভাপ্রধান আমেনা বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির ফিল্ড অফিসার লিপি বেগম, মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আজগর আলী সরকার সহ প্রমুখ।